নিজস্ব প্রতিবেদক:- নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসন, ফরিদপুর ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল-আমীন এন্টারপ্রাইজ, ভেলাবাজ, আনন্দনগর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে বিক্রয় ও প্রদর্শনের জন্য রাখা প্রায় ২,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান।
প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন। অভিযানে আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সহায়তা করেন।
জব্দ করা পলিথিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন বলেন নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।
