আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:-সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যাবলী এবং শহর ও গ্রামের জরুরি সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন কমিটির নেতৃবৃন্দ।
সভার শুরুতে সাতক্ষীরার অবনতিশীল খালসমূহ রক্ষা, শহরের ভেতরের ব্রিজের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনসহ সামগ্রিক নাগরিক সমস্যার কথা জেলা প্রশাসককে অবহিত করেন তারা। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন—নবাগত জেলা প্রশাসকের সঙ্গে যুক্ত হয়ে নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে জেলার উন্নয়নে কাজ করবে।
মতবিনিময় সভায় নাগরিক কমিটির উপস্থাপিত ১০ দফা দাবি জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়, যা হলো:
১. সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত খাল পুনঃখনন ও পানি প্রবাহ সচল রাখা।
২. জেলা প্রশাসনের মাধ্যমে শহরের অবৈধ দখলমুক্ত করার অভিযান পুনরায় জোরদার করা ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ।
৩. নবকুড়ি খাল পুনঃখননের মাধ্যমে স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ।
৪. জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে যানজট নিরসনের জন্য বিশেষ ব্যবস্থাপনা জোরদারকরণ।
৫. সাতক্ষীরার হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ও উন্নত সেবা নিশ্চিত করা।
৬. উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের জন্য পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার ব্যবস্থা।
৭. নদীভাঙন রোধে পাউবো ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জোরদার করা।
৮. গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ, পাশাপাশি নতুন স্থাপনা নির্মাণ।
৯. সাতক্ষীরার অভ্যন্তরীণ বাস-স্ট্যান্ড, টার্মিনাল, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।
১০. মুন্সিগঞ্জ, দেবহাটা, তালা, শ্যামনগরসহ নদী, খাল ও বিল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।
এ সময় জেলা প্রশাসক আফরোজা আখতার সাতক্ষীরার জনগণের উন্নয়ন ও কল্যাণে নাগরিক কমিটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন,
“সাতক্ষীরার উন্নয়ন একটি সমষ্টিগত দায়িত্ব। জনগণের সহযোগিতা ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন আরও গতিশীল হবে।”
এই সভার মাধ্যমে নাগরিক কমিটি ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে সাতক্ষীরাকে একটি আধুনিক, উন্নত ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জোরালো হয়েছে।