অতনু চৌধুরী (রাজু) নিজস্ব প্রতিবেদকঃ- দিন যত ঘনিয়ে আসছে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক ডামাডোল বাজছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে সবখানেই চলছে নির্বাচনী আলোচনা।
রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা সক্রিয় হয়েছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।
গণসংযোগ থেকে শুরু করে বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় খুলনা –১ আসনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছেন। এর মধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা –১ ( দাকোপ – বটিয়াঘাটা ) সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খাঁন।
খুলনা –১ আসন বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত এ আসনটি। এটি জাতীয় সংসদের ৯৯’নম্বর আসন মধ্যে পড়েছে। দাকোপ উপজেলায় ৯’টি ও বটিয়াঘাটায় ৭’টি ইউনিয়ন এবং চালনা পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি হিন্দু সম্প্রদায় অধ্যুষিত।
নৌকার দুর্গে হানা দিতে প্রস্তুত খুলনা –১ আসনে বিগত সব নির্বাচনে আওয়ামী লীগ নেতারা জয়ী হলেও দলটি নিষিদ্ধ থাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো প্রার্থী থাকবে না। যে কারণে এ আসনে ফুরফুরে মেজাজে রয়েছেন অন্যান্য দলের নেতাকর্মীরা। স্বাধীনতার পর এবারই প্রথম আওয়ামী লীগের এ দুর্গটি হাতছাড়া হবে। এ আসনে অতীতে নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খাঁন তৎপর রয়েছেন। আহ্বায়ক পদ হারিয়ে তিনি কিছুটা চাপে থাকলেও নির্বাচনী প্রচারে ব্যাপক সক্রিয় রয়েছেন তিনি বা সাধারণ ভোটারের মুখে মুখে তার বিজয়ের ধনী শোনা যাচ্ছে।