বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী প্রতিনিধি, নওগাঁ:- নওগাঁর বদলগাছীতে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোর প্রাথমিক স্তরের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রেএ উপজেলার বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম দিনের পরীক্ষায় সকাল ১০টায় বাংলা এবং বিকেলে ইংরেজির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাংবাদিক হাফিজার রহমান এবং প্রধান হল সচিব শামীম হোসেন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
বৃত্তি পরীক্ষাকে ঘিরে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। কেন্দ্রের ভেতরে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজক কমিটি। তারা আরও জানান, বৃত্তি পরীক্ষার ফল খুব শিগগিরই প্রকাশ করা হবে।
অভিভাবকরা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বদলগাছীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বদলগাছী উপজেলা শাখার সদস্যরা।