আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।
শনিবার (২৯ নভেম্বর-২০২৫খ্রিঃ) জেলা পুলিশ সুপার কার্যালয়ে, নতুন পুলিশ সুপারকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান সহ সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সগণ। সেই সাথে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন। নতুন পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল)
মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল
মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল,
সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, মোঃ রবিউল ইসলাম সিরাজগঞ্জগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, অন্যান্য ইউনিট ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
