
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে – উচ্চ মাধ্যমিক আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ খ্রিঃ উদ্বোধন করা হয় । এ ফুটবল প্রতিযোগিতায়-বেলুনফেস্টুন উড়িয়ে, পায়রা অবমুক্ত করে, ফিতাকেটে খেলার শুভ উদ্বোধন করা পর সংক্ষিপ্ত আলোচনাসভা করা হয়।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে, সিরাজগঞ্জ সরকারি কলেজে মাঠে- উক্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব এবং উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ূন খালিদ, দ্বাদশ শ্রেণীর মনিটরিং কমিটির আহবায়ক প্রফেসর সুরাইয়া সুলতানা, একাদশ শ্রেণির মনিটরিং কমিটির আহবায়ক ও উক্ত প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ও অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক এস.এম. জুয়েল রানা প্রমুখ। এসময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগিতা অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কলেজের বিজ্ঞান একাদশ বনাম ব্যবসা শিক্ষা একাদশের মধ্য খেলা অনুষ্ঠিত হয়। এ উদ্বোধনী খেলায় উভয় টিম এক এক গোল হওয়ায় খেলা ড্র হয়। খেলায় ব্যবসা শিক্ষার শিক্ষার্থী সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন,কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুর রশিদ। খেলায় মোট ৬ টি দল অংশ গ্রহণ করে।
