আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলটি (৩০ নভেম্বর) রবিবার বিকেলে শিবপুর কলেজ গেট চত্বরে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।