আব্দুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলা যুবদলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আসর নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এসময় বক্তারা বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হারুন আল রশিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলমসহ ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন।
নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা প্রত্যাশায় দেশবাসীর কাছে দোয়া চান এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী রাখতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
