নিজস্ব প্রতিবেদক:- মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার ঋষিপাড়া ও গৈস্তাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স ইমন ব্রিকস এবং মেসার্স এন বি এম ব্রিকস অ্যান্ড কোং নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উভয় ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নির্বাপণ করে কাঁচা ইট ধ্বংস করা হয়।
পাশাপাশি পল্লী বিদ্যুতের সহায়তায় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।
এ ছাড়া ঋষিপাড়া এলাকায় অবস্থিত নামবিহীন পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে অবৈধ ১ টি সীসা তৈরির ভাট্টি স্থাপনা গুড়িয়ে দিয়ে এর কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহমেদ কবীর, পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং পরিদর্শক এস এম মনজুর-উল-আলম।
এ এনফোর্সমেন্ট কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের একটি দল, এক প্লাটুন র্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা প্রয়োজনীয় আইনগত ও কারিগরি সহযোগিতা প্রদান করেন।