আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীতে ১ ডিসেম্বর, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ–পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়াকে গ্রেফতার করে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে।
ঘটনার পর পলাশ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।