আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- “মার্শাল আর্ট” বলতে আত্মরক্ষা ও যুদ্ধকলার বিভিন্ন পদ্ধতি বোঝানো হয়, যার মাধ্যমে শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, প্রতিযোগিতা ও বিনোদন—all একত্রে অর্জিত হয়। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর উদ্যোগে “মার্শাল আর্ট” প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ান্দো শাখার সহকারী প্রশিক্ষক মোঃ সালাউদ্দিন তন্ময়। এসময় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ও ফোর্স সদস্যরা।
ধারাবাহিকভাবে সিরাজগঞ্জ জেলার সকল থানা ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
