নিজস্ব প্রতিবেদক:- ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে মেসার্স সততা ব্রিকস ও মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফ্যাকচারিং-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ টি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫ ইং) দুপুরে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আখতার নূর এ জরিমানা আদায় করেন।
সূত্র জানায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আখতার নূরের নেতৃত্বে বক্সমাহমুদ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মেসার্স সততা ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
একই দিনে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফ্যাকচারিংকেও ছাড়পত্র না থাকার কারণে তাদের চিমনি ভেঙে দেওয়া হয় ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, র্যাব-৭ এর একটি টিম এবং জেলা পুলিশ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, “ছাড়পত্র বিহীন কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। পরিবেশ ও ফসলি জমির টপসয়েল রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
