মোঃ তাজুল ইসলাম, বগুড়া প্রতিনিধি:- বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্নু মিয়ার অফিস কক্ষে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে (৩ ডিসেম্বর) প্রথম প্রহর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বামিহাল চৌমুহনী বাজারে অবস্থিত নান্নু মিয়ার অফিস কক্ষে রাতের অন্ধকারে একদল চোর প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যাংকের চেকসহ বিভিন্ন মূল্যবান নথি চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী নান্নু মিয়া জানান, “রাতের কোনো এক সময় চোরেরা অফিসের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সকালে এসে দেখি কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং গুরুত্বপূর্ণ চেকসহ কিছু নথি নেই। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
স্থানীয়দের মতে, এলাকায় সম্প্রতি চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।