আব্দুল্লাহ ফারুক, জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে মোল্লাহাট উপজেলা প্রশাসন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি এবং তরুণ-তরুণীরা।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তরুণদের মতামত ও চিন্তাধারা জাতীয় উন্নয়নের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই তারুণ্যের উৎসবের মূল আয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘অগ্রগামী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ গঠনে শিক্ষা, প্রযুক্তি, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে তরুণ প্রতিনিধিদের মতামত সংগ্রহ করে পরবর্তী জাতীয় পরিকল্পনায় যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা।
মোল্লাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশের সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে বলে বক্তারা উল্লেখ করেন।