নিজস্ব প্রতিবেদক:– বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সামগ্রী প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মাদ্রাসার মহাতামিম মাওলানা গোলাম জাকারিয়া, আলহাজ্ব খাইরুল বাশার, মাহবুবুর রহমান মকুল ও নুর আলমসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।
খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। আয়োজকরা বলেন, “শিক্ষার্থীদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা যেন এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং ভবিষ্যতে আরও মানবিক কাজে যুক্ত থাকার তাওফিক দান করেন।”