লেখক: গোলাম মোস্তফা ✍️
সবুজের সমারোহে আমাদের দেশ
রূপে গুণে ভরপুর, নেই তার শেষ।
দুই মাস পরপর ঋতুরাজ খেলে
অপরূপ সাজে সব দেয় ডানা মেলে।
আকাশের বুক জুড়ে সাদা মেঘ ভাসে,
খইফোটা ফুলগুলো বাগানেতে হাসে।
হাঁসগুলো করে খেলা, সাথি নাহি ছাড়ে,
এক পায়ে ভর করে ঘুমে থাকে পাড়ে।
ভোর হলে পাখি ডাকে, ভেঙে যায় ঘুম,
শীতকালে কুয়াশায় দিয়ে যায় চুম।
নানান রকম ফলে ভরা মধুমাস,
বাঁশঝাড়ে বাসা বেঁধে পাখিদের বাস।
বর্ষাকালে খাল–বিলে পানি থইথই,
দল বেঁধে মারে মাছ সরপুঁটি–কই।
মাঠে নামে চাষিভাই, করে হালচাষ,
কাদামাটি মাখামাখি তবু সুখে বাস।
পাহাড়ে পাখির বাস ডাকে সুরে সুরে,
আঁকাবাঁকা নদীগুলো গেছে বহুদূরে।
পাবো না এমন দেশ ধরণীর বুকে,
ছায়াঘেরা পরিবেশে আছি বড় সুখে।