আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২টি গরুসহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২৫, রাত দুইটায় ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের বরাতে জানা যায়, ঢাকার কাফরুল থানার ডাসার এগ্রো লিমিটেডের নিজস্ব ফার্ম থেকে ১২টি গরু বিক্রির জন্য ট্রাকে করে সিলেটে যাচ্ছিল। ট্রাকটি কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাস গরুর ট্রাকটি ব্যারিকেড দিয়ে থামিয়ে, ড্রাইভার মনিরুল ইসলাম ও হেলপার সজীব মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে মারপিট করে ট্রাক থেকে নামিয়ে দেয়।
৮-১০ জনের ডাকাতদল এরপর তাদের হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে পুরানন্দিয়া বাসস্ট্যান্ডের কাছে ফেলে চলে যায়। ডাকাতরা গরুর ট্রাকটি নিয়ে পালায়। ঘটনাস্থল থেকে ডাক চিৎকার শুনে টহল পুলিশ তাদের উদ্ধার করে এবং অভিযান চালিয়ে কামারটেক বাসস্ট্যান্ড থেকে ট্রাক ভর্তি গরুসহ তিনজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
আটক ডাকাতরা হলেন:
১. দক্ষিণ খান থানার কসাই বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫)।
২. চৌহালী থানার কুমারপুর গ্রামের ওহাব আলীর ছেলে কুতরাত আলী (৩৫)।
৩. শরিয়তপুর জেলার জাজিরা থানার দুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮)।
আজ দুপুরে এগ্রো ফার্মের ম্যানেজার মাহাদি উজ্জামান মেহেদী শিবপুর থানায় এসে বাদী হয়ে মামলা করেন। মামলা নং ১৩, তারিখ ১৪/১২/২০২৫।