বুলবুল আহমেদ বুলু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নওগাঁর বদলগাছীতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় শহরের ডাকবাংলো মোড় এলাকায় বদলগাছী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ।
এর আগে বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
