মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকায় শুরু হয়েছে নাইট ক্রিকেট সার্কেল টুর্নামেন্ট।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) রাত ৮ টার সময় সবুজবাগ টমটম স্ট্যান্ড মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী মহসিন আহমদ রাহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব গরিব ও দুঃখী মানুষের পাশে থেকে তাদের দুঃখ–কষ্ট গভীরভাবে অনুধাবনকারী একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত। তিনি একজন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, মানবসেবায় নিবেদিতপ্রাণ নেতা ও দানশীল ব্যক্তি। সমাজসেবায় তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত ও অনুকরণীয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সুপরিচিত আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও আইনের শাসনের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার তাঁকে একজন সম্মানিত সমাজসেবক ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাওলানা মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম কামরুল, মোঃ সাইফুল ইসলাম বুলবুল, চাকরিজীবী মোঃ আকরাম হোসেনসহ এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ানরা।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রীড়াচর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান বিজয় দিবসের চেতনায় এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানচিত্র পেয়েছি। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা আজ আমাদের স্বাধীনতার গর্বিত প্রতীক।
প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধারা না থাকলে আজকের স্বাধীন বাংলাদেশ কল্পনাই করা যেত না। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, পেয়েছি নিজস্ব পরিচয়, ভাষা ও মর্যাদা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে শরীফ ওসমান বিন হাদী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
পাশাপাশি তিনি আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করছে। রাতের আলোয় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।