মোঃ তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে প্রত্যাবর্তন করবেন—এমন খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। দলের প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে মাঠে থেকে বিভিন্ন গণসংযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নেতারা।
বিএনপি থেকে বহিষ্কৃত জানে আলম খোকা, যিনি শেরপুর পৌরসভার সাবেক মেয়র, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভাটি ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪টায়, শেরপুর বাসস্ট্যান্ড এলাকার তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় জানে আলম খোকা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির আদর্শ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছেন। দল থেকে বহিষ্কৃত হওয়া দুঃখজনক হলেও, তিনি তার রাজনৈতিক অবস্থান ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানে আলম খোকা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কেও ইঙ্গিত দেন।