আবু নাঈম রিপন নরসিংদী প্রতিনিধি :- নরসিংদীর শিবপুর বাসস্ট্যান্ড থেকে আবদুল মান্নান ভূইয়া পরিষদের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার আহ্বানে এবং আবদুল মান্নান ভূইয়া পরিষদের আয়োজনে শিবপুরে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় আবদুল মান্নান ভূইয়া পরিষদের ভক্ত-অনুসারীসহ শিবপুর উপজেলার সকল ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুম আবদুল মান্নান ভূইয়ার কবরস্থান জিয়ারত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ মুক্তিযোদ্ধার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
