মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ তারেক মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন নোমানসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইসমাইল হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের মাধ্যমেই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় প্রত্যক্ষ করেছি। তাঁদের রক্তে অর্জিত লাল-সবুজের পতাকা আজ আমাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া স্বাধীন বাংলাদেশ কল্পনাতীত। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় আল্লামা ইসমাইল হোসেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গুরুতর আহত শরীফ ওসমান বিন হাদী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ আতঙ্কিত। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে আহত শরীফ ওসমান বিন হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
