নয়ন রায় নিজস্ব প্রতিবেদক:-
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সমর্থনে বর্ণাঢ্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন বাজার, বাণিজ্যিক এলাকা ও পাড়া-মহল্লায় ধানের শীষের স্লোগান ও প্রচারপত্র নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনী এই প্রচারণায় অগ্রভাগে ছিলেন:
মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক, মনিরামপুর উপজেলা যুবদল।
*শহিদুল, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি।
সোহেল রানা, যুগ্ম আহবায়ক, মনিরামপুর উপজেলা মৎস্যজীবী দল।
জিহাদ, ছাত্রনেতা।
এছাড়াও কুলটিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
গণসংযোগকালে নেতারা বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষকে ঘিরে যে ইতিবাচক সাড়া ও উদ্দীপনা দেখা গেছে, তাতে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। প্রচারণার শেষে নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার শপথ নেন।