আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-
“তারুণ্য উৎসবে”- জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় ভলিবল প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার ও ট্রফি বিতরণ সম্পন্ন করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর ) বিকেলে জেলা শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে সিরাজগঞ্জ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে- ক্রীড়া কর্মসূচী ২০২৫ -২৬ আর্থিক সালে জেলা স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে, ০২ টি দলের ২৪ জন খেলােয়াড় নিয়ে উল্লাপাড়া উপজেলা চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করেএবং সদর উপজেলা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত ভলিবল প্রতিযোগিতা ২০২৫ এর ফইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও মেডেল বিতরন করেন, মোঃ নূরে এলাহী, জেলা ক্রীড়া অফিসার, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজীব সরকার, ছাত্র সমন্বয়ক, মিজানুর রহমান রকি, সাবেক ভলিবল খেলোয়াড়, সিরাজগঞ্জ, এবং শরিফুল ইসলাম আলম, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজগঞ্জ। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার শহিদুজ্জমান পলাশ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, সিরাজগঞ্জ সদর। এছাড়াও বিপুল দর্শক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক ভলিবল খেলোয়াড়, ছাত্র প্রতিনিধ, প্রভাষক, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য বৃন্দে, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিতিতে ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা সমাপ্ত হয়।