আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় (বিএলস্কুল ) সিরাজগঞ্জ পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, বাংলাদেশ ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
শনিবার (২১ জুন-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিস্থ অবস্থিত বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে- উক্ত মহাপরিচালকের আগমন উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী বিএনসিসি ইউনিট গার্ড অব অনার প্রদর্শন করা হয় এবং ফুলেল শুভেচ্ছা, সন্মাননা ও অভিনন্দন জানানো হয়। পরে প্রধান শিক্ষক কক্ষে মতবিনিময় করা হয়। এসময়ে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনাতন দাস , স্কুলের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসীন নূরী, প্রভাতী শাখার সহকারী প্রধানশিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা’র মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান তিনি বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল বিষয়ের খোঁজ খবর নেন স্কুলের অবকাঠামো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষকদের বিভিন্ন পরামর্শ দেন।