মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি,
মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৪ জুন) কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি জনাব শাহজালাল কাজল।অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জীবনের মূল ভিত্তি। তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নাও এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কাজ করো।”
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার সঙ্গে জীবন গড়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন তাদের স্মৃতিচারণ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও প্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়েছে।