নিজস্ব প্রতিবেদক :রাজশাহী মহানগরীর কাটাখালীতে অভিযান চালিয়ে অপহৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় অপহরণকারীকেও গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (০২ আগষ্ট) সকালে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান র্যাব।
অপহরণকারী মোঃ বিশাল (২৩) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়ি গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, অপহৃত ভিকটিম চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। ১ নং ও ২ নং বিবাদী আত্তিয়তার সুবাদে ভিকটিম এর বাড়িতে যাওয়া আসা করতো ও বিভিন্ন সময় প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উক্ত্যত করত।
গত ২৪ জুন মঙ্গলবার সকাল নয়টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি হতে বের হলে সকাল সাড়ে নয়টার সময় চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ভিকটিম কে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিম এর পরিবার তাদের মেয়েকে ফেরত চাইলে ফেরত দিবেনা ও বিভিন্ন ধরনের হুমকি দেয় অপহরণ কারী বিশাল।
পরে ভিকটিম স্কুল শিক্ষার্থীর বাবা বাদি হয়ে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন। এর পেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অভিযাচন মুলে র্যাব-৫ সিপিএসসি রাজশাহীর একটি অভিযানিক দল গতকাল গতকাল মঙ্গলবার ১ জুলাই বিকেল ৪.৪৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর কাঠালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের মুলহোতা বিশাল কে গ্রেফতার করেছে ও অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।