আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে স্বপ্ন যাত্রার অঙ্গীকার, আনন্দ -বেদনার সংকট সমৃদ্ধি৷ ভালোবাসা ও বন্ধুত্বে ২৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারএর ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে- সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘পদার্পণ উৎসব’ অনুষ্ঠান করা হয়। এসময়ে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে কেক কর্তন, ফুলেল শুভেচ্ছা প্রদান , অভিনন্দন জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
২৪ তম বিসিএস ফোরাম, সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট এর আয়োজনে, বুধবার (২ জুলাই-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র শিক্ষক মিলনায়তনে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে কলেজে’র সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজে’র নব-নির্বাচিত শিক্ষক পরিষদ সম্পাদক, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম। কলেজে’র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স , সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাশেম- উল -ইসলাম, মোঃ আবুল বাশার, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল মমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা, মোঃ আব্দুল বারী,রাষ্ট্র বিজ্ঞান
বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুল হক, ইতিহাস বিভাগের ড.জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা। এছাড়াও কলেজের বাংলা বিভাগের, অর্থনীতি বিভাগের, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ সহ ২৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং কলেজের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।