আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে – জুলাই শহিদের স্মরণে এর রচনা ,কুইজ ,উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সনদ বিতরণ করা হয়। রচনা, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা কুইজ প্রতিযোগিতায় স্কাউট ও কাব শাখা মিলে মোট ২৪ টি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
রবিবার (৩ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে একটি শ্রেণি কক্ষে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার কমিশনার মোঃ রেজাউল করিম।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার কমিশনার ও ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সাজেদুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সম্মানিত সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার কাব লিডার মোঃ আইয়ুব আলী,
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার কোষাধ্যক্ষ মোঃ গোলজার হোসেন, যুগ্ন-সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান পলাশ , উপজেলা স্কাউট লিডার মোস্তফিজুর রহমান,বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (সংগঠন ও বিধি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা কাব লিডার মোঃ গোলাম রসুল, সহকারী কমিশনার (গাল ইন স্কাউটিং) নন্দিতা দাস প্রমুখ ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন ।
এসময়ে অনুষ্ঠানে বাংলাদেশের স্কাউট সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দরা ।