মোঃ আল আমিন ইসলাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি জলঢাকা উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আল আমিন ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সভাপতি, জলঢাকা উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান মাস্টার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা, কামরুজ্জামান, নাইব আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা, ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রশিদুল ইসলাম (বাঙালী), গোলাম সারোয়ার ভুট্টু, এটিএম আওয়াল (বিএসসি), শাহজান কবির লেলিন, সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা প্রেসক্লাব, আবেদ আলী, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, রাকিব হোসাইন, তাইজুল ইসলাম, বাবলু ইসলাম, নুরুজ্জামান, আতাউল বাড়ী আপেলসহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা হচ্ছেন দেশের দর্পণ। আমরা সরকারি কর্মকর্তারা সকলেই সাংবাদিকদের সহযোগিতা করব এবং সুখে-দুখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।” তিনি আরও উল্লেখ করেন, “জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সবসময় মফস্বল সাংবাদিকদের সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং জনবান্ধব ও সাংবাদিকবান্ধব কাজ করতে সচেষ্ট আছি।”
এ সভাটি সংগঠনের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিকদের ভূমিকা ও তাদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।