আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থিত বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং
শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে তাগিদ দেন, কাজিপুর-(১) আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নন এডুকেশন টাইমে পরিদর্শনে যান তিনি। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ পরিদর্শনকালে শিক্ষার পরিবেশকে আরো সুন্দর ও গতিশীল করার জন্য শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ছাত্র ও শিক্ষক মন্ডলীর সাথে আলোচনা করেন। এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
এরপর তিনি উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কাজিপুর সরকারি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এই বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের নাজমুল হাসান তালুকদার রানা বলেন, আমি একজন শিক্ষা অনুরাগী মানুষ। শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকে যারা ছোট ছোট শিক্ষার্থী তারা একদিন এ দেশের হাল ধরবেন। তাই শিক্ষার পরিবেশ আরো বেগবান ও উন্নত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করব আমি আমার এলাকার শিক্ষকদের। আমি মনে করি সচেতন প্রত্যেক নাগরিককের দায়িত্ব শিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।