আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:-নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চন্ডিবর্দী মানসুর আত-তুর্কি মাদরাসা ও ইয়াতীম খানা কমপ্লেক্স প্রাঙ্গনে ৭/৮ইং শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী ইসলামী সম্মেলনে প্রথম দিনে,বিএনপি,জাতীয় নির্বাহী কমিটির সদস্য: আকরামুল হাসান মিন্টুর সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন,মুফতি নূর হোসাইন নূরানী, পীর সাহেব, মুন্সীগঞ্জ ও আমির, খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ।
মাওলানা, নাছির উদ্দিন সরকার, নরসিংদী।
মাওলানা মোখতার হোসাইন, সভাপতি, ইমাম পরিষদ শিবপুর উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম মোজ্জামেল হক মোল্লা, তাতী বিষয়ক সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি,প্রমুখ।
দ্বিতীয় দিনে মো: শরীফ সরোয়ার ভূইয়া (জুয়েল)
এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, খলিফা, শাইখুল ইসলাম আল্লাম্মা শাহ আহমদ শফী রহ.
মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী। মহাসচিব, ইত্তে ফাকুল ওয়ায়েজিন বাংলাদেশ, ও সাধারণ সম্পাদক,
শিবপুর ইমাম পরিষদ।
মুফতী, শেখ আব্দুল কাইয়ূম, ইমাম, ও খতিব, উপজেলা জামে মসজিদ শিবপুর।
উদ্ভোধক ছিলেন, মো: তাইবুল ইসলাম ফরায়েজী, সদস্য ৫নং ওয়ার্ড দুলালপুর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন ফরায়েজী, সাবেক সভাপতি, দুলালপুর ইউনিয়ন বিএনপি।
এন্তাজামিয়ার পক্ষে ছিলেন মাওলানা মো:ইসমাইল।
সার্বিক পরিচালনায় ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী সূরুজ মিয়া।