মোঃ মাকসুদুর রহমান
শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আব্দুল কাদের।
নিহতদের মধ্যে রয়েছেন যোগিনীমুরা নামাপাড়ার ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও বেলাল হোসেন বেপারীর ছেলে আল আমিন (২১)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৬ যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুর শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন