মো. ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র এসএস রোডের সিদ্দিক প্লাজায় (৩য় তলা) ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের পরিচালক রবিউল ইসলাম (সোহাগ)। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওছার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সংসদের চেয়ারম্যান এসএম শামীম রেজা। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ মো. মোস্তফা মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ মামুন, ভাইস-চেয়ারম্যান ও সাংস্কৃতিক সংগঠক হাবীবুল্লাহ সরকার, সংসদের সাবেক পরিচালক, অভিভাবক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সুস্থ ও নৈতিকতাপূর্ণ সংস্কৃতির বিকল্প নেই। বর্তমান সময়ে ইসলামী সংস্কৃতির বিকাশে সন্তানদের ইসলামী সাংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
সংসদে ক্বিরাত, সংগীত, আবৃত্তি, অভিনয় ও উপস্থাপনার মতো নানা বিষয়ের শিক্ষা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সহকারী পরিচালক, বিশিষ্ট সুরকার ও শিল্পী মতিউর রহমান।