আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের “কৃতি সংবর্ধনা” প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
বিদ্যালয়ের আয়োজনে, বুধবার (৩০ জুলাই ২০২৫) সকালে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন চন্দ্র বর্মণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) **এস. এম. শাহাদত হোসেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ মাহমুদুল আলম ঝন্টু।
এ সময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।