আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যেবাহী বিদ্যাপীঠ “সয়দাবাদ উচ্চ বিদ্যালয়” এঁর গভর্নিং বডি’র নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন – শিক্ষানুরাগী সয়দাবাদ ইউনিয়নের সন্তান মোঃ রফিকুল ইসলাম।
গত ১১ আগস্ট-২০২৫ খ্রিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী। রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান এঁর নির্দেশক্রমে – বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছয়মাস মেয়াদি এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে স্কুল পরিচালনা পর্যদ গঠনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক প্রশাসনিক তত্ত্বাবধান ও নীতি নির্ধারনী কাজে সহায়তার লক্ষ্যে এডহক কমিটির সভাপতি’র অনুমোদন শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন – মোঃ রফিকুল ইসলাম। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন- অভিভাবক সদস্য মোঃ রিপন মাহমুদ। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন – শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল আলীম এবং পদাধিকার বলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব।
জানা যায় যে, মোঃ রফিকুল ইসলাম সয়দাবাদ ইউনিয়নের সন্তান, শিক্ষানুরাগী, সদাচারী ভালো মানুষ হিসেবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে। শিক্ষা ক্ষেত্রে তার বেশ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণকে বিবেচনা নিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব মনোনয়ন দেওয়া হয়েছে। বিদ্যালয়ে এডহক নতুন কমিটির সভাপতি দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশা করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। একই সাথে শিক্ষার মানোন্নয় ও অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার সকাল সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগন, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনেরা এডহক কমিটির সভাপতি, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি সহ প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।