আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ২০২৫-২৬ খ্রিঃ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়- খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের মাঝে ১’বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫’কেজি মাসকলাই বীজ, ৫’কেজি এমওপি ও ১০’কেজি করে ডিএপি সার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে-
বুধবার (২৭ আগস্ট) সকালে তাড়াশ উপজেলা অফিস মিলনায়তনে আলোচনা সভা শেষে কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
এ বিতরণ কার্যক্রম সার্বিক দায়িত্ব ছিলেনএবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা।
এ সময়ে তাড়াশ উপজেলা কৃষি অফিসের উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা এবং সুফলভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।