মামুন রণবীর,নেত্রকোণা
পৃথিবীতে ত্যাগের বার্তা নিয়ে হাজির হয় ইসলাম ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আগামী ৭ জুন বাংলাদেশে এই উৎসব উদযাপিত হবে। ঈদুল আজহা উদযাপনে দেশের মানুষ নানা প্রস্তুতি গ্রহণ করছেন।
এই ঈদকে সামনে রেখে আবারো মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চার শহীদের পরিবারের সদস্যদের তিনি ঈদ উপহার প্রদান করেছেন।
বুধবার (৪ জুন) তার পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।
স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার জুলাই আন্দোলনে দুর্গাপুরের চার সূর্যসন্তান, মাসুম বিল্লাহ,ওমর ফারুক,সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন শহীদ হন। এই চার শহীদের পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল সর্বদাই পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
চার শহীদের পরিবারকে দেয়া এবারের ঈদ উপহারের মধ্যে রয়েছে কুরবানির জন্য খাসি, চাল,পিঁয়াজ, রসুন,হলুদ,মরিচ,ধনিয়া, সয়াবিন তেল,সেমাই, নুডলস,চিনি,দুধ,লবণ সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এছাড়া শহীদ পরিবারের ১৩ সদস্যের জন্য পাঞ্জাবি, পায়জামা,শাড়ি,শার্ট, প্যান্ট,থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী উপহার দেয়া হয়।