সৈয়দ আব্দুল মান্নান : বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব বাহুবল (ইউসেব)এর ১৯তম কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ৯ জুন ইউসেব-এর সভাপতি রাতুল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আদিয়ান কাশেম।এর আগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাহুবলের যে সকল ছাত্রছাত্রীরা এ বছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে এবং যারা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।