বিজয় রায়, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন এর একক অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন,
টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান,
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪নং লেহেম্বা চাম্পিয়ন
হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারি অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু,জয়নুল আবেদিন প্রমুখ।
হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের
পরিচালক ব্যারিস্টার রুকুনুজ্জামান
রোকন বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই তিনি সকলকে
পাশে থাকার জন্য অনুরোধ করেন।