মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরের ” সফিপুর জনকল্যাণ সংস্থা ” এর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু হয়েছে।
সামাজিক এই সংগঠনটি প্রতি বছরই এই সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও দাতব্য প্রতিষ্ঠান এবং সরকারি রাস্তায় বৃক্ষ রোপণ করেন। আবহাওয়া ও পরিবেশ এবং সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনতে তাদের এই উদ্যোগ।
আজ ১৯ জুন রোজ বৃহস্পতিবার
আব্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণের মাধ্যমে তাদের এই কর্মসূচি শুরু করা হয়। এসময় সংগঠনের দায়িত্বশীল সদস্য এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্র ছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী বিভিন্ন জাতের গাছের চাড়া পেয়ে বেশ আনন্দিত। এমন কাজকে সবাই স্বাগত জানান।
তাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলবে আরও বেশ কয়েকদিন।
বৃক্ষ রোপণ ছাড়াও এই সামাজিক সংগঠনটি সমাজের বিভিন্ন সেবা ও সহযোগিতা মুলক কাজ করে থাকেন। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। অসুস্থ রোগীদের ঔষধ ও চিকিৎসা প্রদান করেন। গরীব ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সামগ্রী ও পড়াশোনার খরচ বহন করেন। ক্ষুদার্ত অনাহারী পরিবারে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজ করেন।