প্রকৌশলী মোঃ কাওছার আলী। স্টাফ রিপোটার।
খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে পালিত হয়েছে ” নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার ৬ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, খুলনা।
উদ্বোধক :- জনাব এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা।
প্রধান আলোচক :- জনাব প্রফেসর ডঃ সন্দীপক মল্লিক, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা।
বিষেষ অতিথি :-জনাব প্রফেসর মোঃ আব্দুল মান্নান, কবি, গবেষক, শিক্ষাবিদ।
জনাব মোঃ রফিকুল ইসলাম। কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমি, খুলনা।
জনাব মিনা আজিজুর রহমান, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা।
জনাব সৈয়দ আশরাফ আলী, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা।
জনাব তাসরিনা বেগম, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, মহিলা পরিষদ।
সভাপতি :- জনাব আলহাজ্ব আব্দুস সালাম শিমুল। কেন্দ্রীয় চেয়ারম্যান, নতুন তারা সমাজ কল্যান সংস্থা।
সার্বিক পরিচালনা :- জনাব মোঃ আশরাফুল আলম, কেন্দ্রীয় কো-চেয়ারম্যান, নতুন তারা সমাজ কল্যান সংস্থা।
সার্বিক তত্বাবধানে :- জনাব সাইফুর মিনা।
উক্ত অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও দিকনির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন কেন্দ্রীয় প্রধান সম্মনয়ক, নতুতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ জনাব গাজী মোঃ আব্দুল আলীম। সিনিয়র স্টাফ রিপোটার দৈনিক মাতৃ জগত।।
মোঃ আকরাম হোসনে মল্লিক, স্বদেশ বিচিত্রা, রূপসা থানা প্রতিনিধি।
আমন্ত্রিত অতিথি: প্রকৌশলী মোঃ কাওছার আলী, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেভলপমেন্ট সার্ভিস সেন্টার হিউম্যান রাইট ডিভিশন খুলনা।।
স্টাফ রিপোটার দৈনিক দিনকাল এবং মাতৃজগত।
মানবাধিকার বিষয়ক সহঃ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ঢাকা।
অনুষ্ঠানে গুণিজনদেরকে সম্মাননা স্বারক দেওয়া হয়। শতাধিক কবি তাদের কবিতা আবৃত্তি, গান গেয়ে শোনান।
সবাই নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার দীর্ঘায়ু কামনা করেন।।