মোঃ এলাহী, মালয়েশিয়া:
মালয়েশিয়ার নেগরি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং বাংকাহুলু সংলগ্ন একটি নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে ৯৯৯ হেল্পলাইনে খবর পেয়ে তারা জানতে পারেন, স্থানীয়দের চোখের সামনে একজন বাংলাদেশি নদীর প্রবল স্রোতে তলিয়ে গেছেন।
খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয় এবং শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট ও সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় তল্লাশি পুনরায় চালানো হয়। তবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, নিখোঁজ ব্যক্তির ৩০ বছর বয়সি এক সহকর্মীও ঘটনাস্থলে ছিলেন এবং তিনিই প্রথম দেখেন তার সহকর্মী মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান।
সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।