আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে- সিরাজগঞ্জ কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে,
সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা অফিসে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক তিনি তার বক্তব্য বলেন, তরুণরাই পারে আগামীতে পরিবারকে সহনীয় পর্যায়ে রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে ।
কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার চিত্রা রানী ঘোষ,
মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদার উল আহসান, সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন। পরে অতিথি বৃন্দ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এফ ডব্লিউ বি সৈকত সাহা, ভিজিটর রুমানা পারভিনসহ কয়েক জনকে ক্রেস্ট উপহার প্রদান করেন।