আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ) সিরাজগঞ্জ পৌরসভায় এনডিপি বাস্তবায়িত ইআরসিসিপি প্রকল্পের আওতায়- স্থাপিত সোলার ওয়াটার পাম্প পরিদর্শন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। জার্মান উন্নয়ন ব্যাংক-কেএফডব্লিউ এর আর্থিক সহায়তা, সিবিএফ ও ব্র্যাকের কারিগরি সহযোগিতায় জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জানুয়ারি ২০২৩ থেকে “Enhance Resilience Capacity of the Climate-induced People (ERCCP)” প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পভুক্ত ২০০০ সদস্যকে আর্থিক অনুদান ও প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নিরাপদ পানি প্রাপ্তির জন্য গভীর ও অগভীর নলকূপ এবং ডাবল প্ল্যাটফর্ম নলকূপ স্থাপন ও সংস্কার, কমিউনিটি পর্যায়ে পরীক্ষামূলক সোলার ওয়াটার পাম্প স্থাপন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণ ও সংস্কার এর অন্তর্ভুক্ত। সোলার ওয়াটার পাম্প সার্বক্ষণিক সচল রাখার জন্য ভবিষ্যৎ করণীয় বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা উপস্থিত দাতা সংস্থার প্রতিনিধিদের নিকট প্রস্তাবনা তুলে ধরেন এবং রক্ষণাবেক্ষণ কমিটিকে পৌরসভার সাথে নিয়মিত যোগাযোগ রেখে অবকাঠামো রক্ষার আহ্বান জানান। এসময় দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, নীরেন্দ্রনাথ সরকার (এম এন্ড ই) এবং সবুরুন নেছা চৌধুরী (প্রিয়া), ডেপুটি ম্যানেজার, কমিউনিকেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট। বাস্তবায়নকারী সংস্থা এনডিপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কাজী মাসুদুজ্জামান, উপ-পরিচালক (এম এন্ড ই), মোঃ আতিকুর রহমান স্বাধীন, ব্যবস্থাপক, রিসার্চ ও ডকুমেন্টেশন, ব্র্যাক ইউডিপি’র এরিয়া ব্যবস্থাপক রবিউল ইসলাম এবং ইআরসিসিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ।