স্টাফ রিপোর্টার নাজমুল বগুড়া : বগুড়ার শেরপুরে স্কুল অফ জার্নালিজম শেরপুর শাখার উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর উপজেলার স্থানীয় একটি বেসরকারী বিদ্যালয়ে শাহতুর্কান আইডিয়াল একাডেমি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় দৈনিক বসুন্ধরার শেরপুর উপজেলা প্রতিনিধি ইফতেখার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাতমাথা প্রত্রিকার সম্পাদক এফ সাজাহান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকরাম হোসেন। বিজয় বাংলার সিনিয়র বার্তা সম্পাদক আব্দুল মান্নান। এনটিভির (শেরপুর – নন্দীগ্রাম) প্রতিনিধি জাহিদ হাসান এবং দৈনিক জনকন্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি ইমামুল মিল্লাত। উপস্থিত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতিকে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই একজন সাংবাদিককে শুধু তথ্য সংগ্রহ নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেও দক্ষ হতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালা তরুণ প্রজন্মকে পেশাগত দক্ষতা অর্জনে আরোও সহায়তা করবে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশার প্রতি মনোবল বৃদ্ধি করবে।দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংবাদিকদের কলম যেন সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যবহৃত হয়। সে আহ্বান জানান বক্তারা।