আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পাবনা’র সামাজিক সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা’র ১৮ বর্ষে পদার্পন উপলক্ষ্যে- উত্তরন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে, র্যালি প্রদর্শন, উত্তরণ স্মরণিকা পত্রিকা উদ্বোধন , জাতীয় সংগীত পরিবেশন, একমিনিট নীরবতা পালন, কবিতা আবৃত্তি, অতিথিদের ফুলের শুভেচ্ছা প্রদান উত্তরীয় পরিধান , স্মারক সম্মাননা প্রদান এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিদের মাঝে এবং আবৃত্তিকার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা এবং মনোমুগ্ধকর সংগীত, নৃত্য পরিবেশন করা হয়। গত শুক্রবার ২৫ জুলাই-২০২৫ খ্রিঃ বিকেল ৩ টায় পাবনা জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান এঁর সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন, বিশিষ্ট কবি গবেষক এবং প্রাবন্ধিক মজিদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেন, বিশিষ্ট লেখক সাহিত্যিক আখতার জামান,এমএস গ্রুপের এমডি মাহবুবুল আলম ফারুক, জেলা রোভার সম্পাদক আলী আকবর মিয়া রাজু, সহকারী অধ্যাপক আব্দুল হালিম বাচ্চু, ঈশ্বরদী সাহিত্য সংগঠন নোঙ্গর এর সভাপতি কবি সাহিত্যিক অধ্যাপক মোঃ হাসানুজ্জামান, বগুড়ার কবিও প্রাবন্ধিক খৈয়াম কাদের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উত্তরন পাবনা’র সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার , বাচিক শিল্পী মোঃ আলমগীর কবীর হৃদয়, সোনিয়া সুলতানা।
অনুষ্ঠানে, কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জের একটি টিম সংগঠনের সাংগঠনিক সম্পাদক, কবি ও সাংবাদিক আজিজুর রহমান (মুন্না) এর নেতৃত্বে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে অন্যান্যরা এবং সংগঠনের পক্ষে অত্র সংগঠনে উপদেষ্টা কবি, লেখিকা শিক্ষিকা মীনা পারভীন, সদস্যা আবৃত্তিকার শান্তা ইসলাম স্বপ্না। অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রায় ৪ শতাধিক কবি, সাহিত্যিক, সাহিত্যমনা সাংবাদিক, সংগঠক, আবৃত্তিকার, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ । শিশু কিশোর-কিশোরীদের নাচ গান আবৃত্তি সবাইকে মুগ্ধ করে। এর আগে ঢাকার মর্মান্তিক মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় হতাহতসহ মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।