আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম এর ৬২তম জন্মদিন পালন করা হয়।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রি রোড়স্থ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যালয়ে, আনন্দ ঘনপরিবেশে, ফুলেল শুভেচ্ছা প্রদান, কেক কর্তন, খাবার পরিবেশন ও দোয়া কামনা করে জন্মদিনটি পালন করা হয়। এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময়ে অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের মোঃ রবিউল আলম, কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম তাজ , কার্যনির্বাহী কমিটির প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, আসানুর, যুবরেড ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান মোছাঃ শামীমা আক্তার শাপলা সহ যুব রেডক্রিসেন্ট এঁর সদস্য- সদস্যরা উপস্থিত ছিলেন।