আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-. সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এর অবৈধ নিয়োগ প্রাপ্ত আওয়ামী লীগের দোসর অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।
সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ অভিযোগ করে বলেন, রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক মহাসিন খান দলিল লেখকদের সাথে বারংবার দুর্ব্যাবহার ও বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতির কারণে সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
দলিল লেখকগণ আরো অভিযোগ করে বলেন, দূর্নীতিবাজ অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে তারা জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে দলিল লেখকগণ এক সপ্তাহ পর ১৮ নভেম্বর জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা)র কাছে অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের বিষয়ে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) জানান বিভাগীয় কর্মকর্তা (আই আর ও) বিষয়টি হস্তক্ষেপ করছেন।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার সাংবাদিকদের বলেন সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুব উল্লাহ তাকে (জেলা রেজিস্ট্রার) মিথ্যুক বলে অভিহিত করেন, দলিল লেখকগণ জানান সে মূহুর্তে জেলা রেজিস্ট্রার উত্তেজিত হয়ে দলিল লেখকদের তার রুম থেকে চলে যেতে বলেন।
সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ তাৎক্ষণিকভাবে সভা ডেকে সর্বসম্মতিক্রমে অফিস সহায়ক মহাসিন খান ও তার পক্ষপাতী হওয়ায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা)র অপসারণের দাবিতে রবিবার (২৩ নভেম্বর-২০২৫) হতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।