আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির দুইদিনব্যাপী নৃত্য উৎসব ১ যুগ পূর্তি উৎসব এর উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে সংবর্ধিতজনদের এবং অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিধান করা এবং স্মারক সম্মান প্রদান করা হয়। এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশেন করা হয়। আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির আয়োজনে,
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জাসাস কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক, বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, নাট্যলোক সিরাজগঞ্জের সভাপতি বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোমিনবাবু, জারা কর্পোরেশন, গাবতলী বগুড়া, খায়রুল ইসলাম, সানফ্লাওয়ার একাডেমি সিরাজগঞ্জের সভাপতি হযরত ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদরানা প্রমুখ।
সংবর্ধিতজন হলেন, জনপ্রিয় সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, দুর্বার নাট্যগোষ্ঠীর নাট্যব্যক্তিত্ব খ.ম. রকিবুল হাসান রতন, মুক্তিধাম আখড়াবাড়ী’র সভাপতি আনাম বাউল কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয় । এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনন্দ ধারা নৃত্যকলা একাডেমি’র কার্তিক চন্দ্র বর্মন। এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট নাট্যকর, নির্দেশক এবং উপস্থাপক
এ.কে আজাদ ।
স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলী ইসলাম অর্ক। সাংগঠনিক বক্তব্য রাখেন, আনন্দ ধারা নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন পরিচালক তৌহিদুল ইসলাম। এ উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক, নাট্য সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রায় হাজার দর্শক উপস্থিত ছিলেন।